আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী নেবে সৌদি সরকার। রোববার (২৩ জুন) হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ছিল ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ছিল ২৫৯টি।
হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যায় ১২ জুন। এরপর হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবেন হাজীরা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :