এখনও জঙ্গি সংগঠনগুলো অনলাইনে তৎপর রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তবে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
সোমবার (১ জুলাই) হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে কথা এ তথ্য জানান তিনি।
কমিশনার বলেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা তবে অন্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো।
এ সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম জানান, জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বাংলাদেশ। কোন ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না। গণমাধ্যমে অতিরঞ্জিত সংবাদ না করার অনুরোধও জানান তিনি।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :