রাজধানীর শাহবাগ এলাকায় কোটাবিরোধী শিক্ষার্থীদের হামলায় সময় সংবাদের প্রতিবেদক ত্বোহা খান তামিম, চিত্র সাংবাদিক সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার ও সালাউদ্দিন আল মামুন আহত হয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় বিএফইউজে নেতারা এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত উদ্বেগের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে সন্ত্রাসী কমকাণ্ড কোনোভাবেই সাংবাদিক সমাজ প্রত্যাশা করে না।
হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক তারা সাধারণ ছাত্রছাত্রী নয় বলে বিএফইউজে নেতারা মনে করেন। ফলে এ ধরনের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া পেশাজীবী সাংবাদিকদের ওপর হামলা বন্ধ হবে না বলেও মনে করেন নেতারা।
একুশে সংবাদ/স/হা.কা
আপনার মতামত লিখুন :