AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান, বঙ্গভবন যাচ্ছেন ১০ সদস্যর প্রতিনিধি দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৫ পিএম, ১৪ জুলাই, ২০২৪
জিরো পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান, বঙ্গভবন যাচ্ছেন ১০ সদস্যর প্রতিনিধি দল

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা বাতিলের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া স্মারকলিপি জমা দিতে বঙ্গভবনে যাচ্ছে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (১৪ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ-মৎস্যভবন- প্রেসক্লাব হয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের বাধার সম্মুখীন হন তারা।

এরপর তাৎক্ষণিক অবস্থানের সিদ্ধান্ত নেন তারা। একইসঙ্গে জিরো পয়েন্টে থেকে বঙ্গভবন অভিমুখে ব্যারিকেড দিয়ে অবস্থান করছে পুলিশ।

আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে যাবে। প্রতিনিধিরা ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবেন।

স্মারকলিপিতে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশ) এনে সংসদে আইন পাসের দাবিটি রয়েছে বলে জানান আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
 

Link copied!