কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে কোটাবিরোধীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, রাজপথ যখন থমথমে তখন পাঁচ হাজারের বেশি নেতাকর্মী নিয়ে স্লোগান দিলেন যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। সোমবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর গুলিস্তানের সুটি করপোরেশন রোড এলাকায় তাকে স্লোগান ধরতে দেখা যায়।
সিটি রোডে পাঁচ হাজারের অধিক নেতাকর্মী নিয়ে সতর্ক আছেন এই যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। এসময় তাকে স্লোগান ধরতে দেখা যায়।
‘মুক্তিযোদ্ধা স্মরণে ভয় করি না মরনে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার, ৭১-এর হাতিয়ার গর্জে ও ঠুক আরেকবার, রাজাকারের প্রেতাত্মারা হুসিয়ার সাবধান ‘ সহ নানান স্লোগান দিচ্ছেন তিনি।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি হারুন অর রশিদ, আলী আকবর বাবুল, মহসিন মাহমুদ, মুরসালিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মোহাম্মদ মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মন্ডলির সদস্য আশিকুর রহমান নাদিম, সাইফুল ইসলাম আকতার, মনিরুজ্জামান চৌধুরী, গোফরান গাজী, আবুল কাশেম খা, সুজাউদ্দিন হারুন সহ হাজার হাজার তৃনমুলের নেতাকর্মী।
নাম প্রকাশ না করে এক যুবলীগ নেতা জানান, দল ও নেত্রীর প্রশ্নে আপোষহীন সম্রাট ভাই। যেহুতু এখন স্বাধীনতা বিরোধিরা ছাত্রদের আন্দোলন ছিনতাই করে নিয়েছে, এখন তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাই সম্রাট ভাই ঘরে বসে থাকার লোক না। যুবলীগের নেতাকর্মীদের নিয়ে রাতেও মাঠে আছেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :