কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল ম্যাচ। গোল শূন্য অবস্থায় দুই ফাইনালিস্টের ম্যাচের সময় গড়িয়েছে তখন ৬৩ মিনিট। এমন সময় কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের কাছ থেকে বল নিতে যাওয়ার সময় হঠাৎ করেই মাঠে পড়ে যান মেসি।
এরপর আর কিছুতেই উঠতে পারছিলেন না। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন এই ফুটবল জাদুকর। মেসির এমন বাজে পরিস্থিতি দেখে দ্রুত মাঠে আসেন আর্জেন্টিনা দলের চিকিৎসক। কিছুক্ষণ চিকিৎসা দিয়ে মেসিকে সারিয়ে তোলার চেষ্টাও করা হয়।
তবে কিছুতেই কোনো কিছু হয়নি। শেষ পর্যন্ত মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ চলার সময় একপর্যায়ে মেসিকে হতাশায় কাঁদতেও দেখা গেছে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার শিরোপা জয়ের ছবির পাশাপাশি মেসির ফুলে যাওয়া অ্যাঙ্কেলের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর পর থেকে ভক্ত-সমর্থকদের অনেকের প্রশ্ন, চোট কাটিয়ে মেসি ফিরবেন কবে?
এই মুহূর্তে আন্তর্জাতিক কোনো খেলা নেই আর্জেন্টিনার। তবে মেসির ক্লাব ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শিকাগোর বিপক্ষে। জানা গেছে ওই ম্যাচে থেকে ছিটকে পড়েছেন এলএমটেন।
মেসির ইনজুরির পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের পর জানা যাবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন। আগামী ২৭ জুলাই লিগস কাপে ২৭ পুয়েবলার বিপক্ষে এবং ৩ আগস্ট টাইগার্সের বিপক্ষে ম্যাচেও মেসি খেলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।
মেসির চোটের ধরন অনুযায়ী সেরে উঠতে সাধারণত ২০ দিনের মতো লাগে। তবে অ্যাঙ্কেলের লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ফেরার সময় আরো দীর্ঘায়িত হবে। চোটে পড়ায় দলের চিকিৎসকেরা মেসিকে প্রাথমিক চিকিৎসা দিলেও হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল তার।
এমনকি ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের খেলোয়াড়েরা যখন সাইডলাইনে জড়ো হন, তখনো মেসির হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। এ সময় কোচিং স্টাফের সাহায্য নিতে দেখা গেছে তাকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :