রাজধানীর মহাখালী রেলগেটে পুলিশ বক্সে আগুন দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ বক্সে আগুন দেয়া হয় এবং মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেয়া হয়।
ওই সময় বক্সের ভেতরে পুলিশের একজন কর্মকর্তা ছিলেন। আগুন দেয়ার পর তিনি দৌড়ে বেরিয়ে আসেন।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচেছি। একটু দেরি হলেই মারা যেতে পারতাম।’
এরআগে, মহাখালী বাস টার্মিনালের দিকে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আর পুলিশের অবস্থান ছিল আমতলীর দিকে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :