আজকের আলোচিত সংবাদের শিরোনাম
আজ ১৬ জুলাই-২০২৪// দেশে-বিদেশে ঘটে যাওয়া সংবাদগুলো একুশে সংবাদ অত্যন্ত গুরুত্ব দিয়ে পাঠকদের জন্য তুলে ধরে। দেখে নিন আজকের উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো।
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
কোটা সংস্কার আন্দোলনের কারনে স্কুল, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটের পর এবার অনির্দিষ্টকালের সকল ক্লাস পরীক্ষা বন্ধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।
২. ঢাবিতে পুলিশের অবস্থান
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। আর ছাত্রলীগ নেতাকর্মীরা এখনো টিএসসিতেই অবস্থান করছেন। দুই পক্ষের মধ্যে মিশুক-মুনির চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ সাঁজায়া যান নিয়ে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমন পরিস্থিতি দেখা যায়।
৩. চার জেলায় বিজিবি মোতায়েন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এতে তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
৪. চট্টগ্রামে নিহত ওয়াসিম ছাত্রদলের নেতা
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে ওয়াসিম নামে চট্টগ্রাম কলেজের এক ছাত্র রয়েছে। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, ওয়াসিম ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।ছিলেন তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।
৫. মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমার দল ও মতের সঙ্গে মিল না থাকলেও মুক্তিযোদ্ধারা আমার কাছে সবসময় সম্মানিত। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৬. একটি গোষ্ঠী শিক্ষার্থীদের নিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে: সাদ্দাম
আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
৭. কোটা আন্দোলন নিয়ে তারকারা কে কি বলেন
সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ।শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এনিয়ে মুখোমুখি আন্দোলনকারী ও ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভ্ন্নি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটছে। সোমবার ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সরব হয়েছেন দেশের বিনোদন জগতের অনেক তারকারা। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকেই।
৮. রায়পুরায় পল্লীবিদ্যুতের খুটি লাগাতে গিয়ে নিহত ২, আহত ৫
নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুটি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পিছনে বেলা তিন টায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। এঘটনায় আহতরা হলেন, রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস (৩০)। নিহত ও আহত ব্যাক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতো।
৯. আবারও রাজনীতির মাঠে ইসমাইল হোসেন সম্রাট
কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে কোটাবিরোধীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, রাজপথ যখন থমথমে তখন পাঁচ হাজারের বেশি নেতাকর্মী নিয়ে স্লোগান দিলেন যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর গুলিস্তানের সিটি করপোরেশন রোড এলাকায় তাকে স্লোগান ধরতে দেখা যায়। সিটি রোডে পাঁচ হাজারের অধিক নেতাকর্মী নিয়ে সতর্ক আছেন এই যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।
১০. শিক্ষার্থীরা ভুল করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল করছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কোটা আন্দোলন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১৬ জুলাই বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমের লিপ্ত না হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :