AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটা আন্দোলনে সংঘর্ষ: আইনশৃঙ্খলা বাহিনীর ২১ সদস্য আহত


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:০৫ পিএম, ১৮ জুলাই, ২০২৪
কোটা আন্দোলনে সংঘর্ষ: আইনশৃঙ্খলা বাহিনীর ২১ সদস্য আহত

কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দিনভর রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্দোলনকারীরা যেমন হতাহত হয়েছেন তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও আহত হয়েছেন। এখন পর্যন্ত ৬ জন পুলিশ সদস্য আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ সেন্ট্রাল হাসপাতালের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার ঢাকার বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। আর আজ (বৃহস্পতিবার) দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন। তাদের মধ্যে অধিকাংশের অবস্থা গুরুতর।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, গতকাল হাসপাতালে অনেকে এসেছেন, তার মধ্যে পাঁচজন ভর্তি রয়েছেন। আর আজ বিভিন্ন জায়গায় আহত হয়ে আমাদের পুলিশ সেন্টার হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। তাদের কারো মাথা ফেটে গেছে, কারো হাত, পিঠ; অধিকাংশরাই এখানে শারীরিক ইনজুরি নিয়ে দীর্ঘদিন ভর্তি থাকার মতো অবস্থা নিয়ে এসেছেন। তবে একজনের অবস্থা অধিক গুরুতর ছিল।

সেই পুলিশ সদস্যের নাম উল্লেখ না করে তিনি বলেন, অবস্থা বুঝে তাকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কেউ নিহত হয়েছে বলে তথ্য নেই।

তিনি আরও বলেন, উত্তরায় র‍্যাবের এক সদস্য গুরুতর আহত হয়েছেন বলে আমরা জেনেছি, তবে তাকে রাজারবাগ সেন্টার পুলিশ হাসপাতালে পাঠানো হয়নি।


একুশে সংবাদ/ন.প্র/জাহা

 

Link copied!