রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সন্ত্রাসীদের অগ্নিসংযোগে যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, রাত ৮টার দিকেও বিটিভি ভবনে আগুন জ্বলছিল।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে বাংলাদেশ টেলিভিশন ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। কয়েকশ’ বিক্ষোভকারী গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। তারা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে রাখে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমরা বিটিভি ভবনে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পেয়ে আগুন নেভানোর জন্য আমাদের গাড়ি রওনা হয়। তবে গাড়ি বিটিভি পর্যন্ত যেতে পারেনি। রাস্তায় বিক্ষোভকারীরা আটকে রেখেছে।
বিটিভির পরিচালক (প্রশাসন) রুহুল আমিন বলেন, নিচতলার গ্যারেজসহ বিভিন্ন রুমে আগুন দিয়েছে। আগুন এখনও জ্বলছে। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ এখনও আসেনি।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :