চলমান পরিস্থিতির উন্নতি হলেই আবারও ট্রেন চালু হবে বলেও জানান রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। সারাদেশে ট্রেন সার্ভিস ১১ দিন ধরে বন্ধ। চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সোমবার সকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এসব কথা জানান রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে করে ঢাকাগামী ও ঢাকা থেকে সকল ট্রেন আটকা পড়ে।
এসময় চট্টগ্রাম অভিমুখী ৮০২ চট্টলা এক্সপ্রেস আটকা পড়ে। ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৯ জুলাই জননিরাপত্তার স্বার্থে সারা দেশে রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।
এদিকে, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :