কোন প্রেক্ষিতে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। তিনি বলেন, এরই মধ্যে ডিএমপিতে ৫৩টি হত্যা মামলা হয়েছে যেগুলোর তদন্ত করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ডিএমপি হেড-কোয়াটারে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, পুলিশ শিক্ষার্থীদের প্রতিপক্ষ নয়। কোন সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সে ব্যাপারে পুলিশ সচেতন রয়েছে। এখন পর্যন্ত ২৭০টি মামলায় প্রায় ৩ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
বিপ্লব কুমার বলেন, ব্লক-রেডে কেন নিরীহ মানুষ হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেয়া আছে। নিহতরা কার গুলিতে কোন প্রেক্ষিতে মারা গেছে তার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :