তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আন্দোলনে কারও ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। তারপরও কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার মন্তব্য করে মোহাম্মদ আলী আরাফাত বলেন, এখনও যারা মাঠে আছে, তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার। তবে সতর্ক থাকতে হবে আবার যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়।
যারা এমন সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তৃতীয় পক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন, প্রমাণসাপেক্ষে যারা সন্ত্রাসী, শুধু তাদেরই আইনের আওতায় আনা হবে। যারা সাধারণ শিক্ষার্থীদের একজনকেও হয়রানি করা হবে না, এ ব্যাপারে সরকারের পরিষ্কার নির্দেশনা।
এসময় তিনি প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেন।
একুশে সংবাদ/আ.টি/সা.আ
আপনার মতামত লিখুন :