খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মো. সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
তিনি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
শুক্রবার (২ আগস্ট) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় মোজাম্মেল হক বলেন, পুলিশ সর্বোচ্চ ধৈয্যের পরিচয় দিয়েছে। অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলল। সংঘর্ষে আরও ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর আগে শুক্রবার (২ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ আহত হয়েছে।
জানা গেছে, সংঘর্ষ চলাকালে সন্ধ্যায় পুলিশ কনস্টেবল মো. সুমনকে বেধড়ক মারপিট করে আন্দোলনকারীরা। আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :