আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রোববার (৪ আগস্ট) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়।
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে অগ্নিগর্ভ পুরো দেশ। রোববার (৪ আগস্ট) কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে হামলা-অগ্নিসংযোগের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :