AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরাতে দণ্ডিত বাংলাদেশি কর্মীদের মুক্তিতে আইনজীবী নিয়োগ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২৫ পিএম, ১২ আগস্ট, ২০২৪
আমিরাতে দণ্ডিত বাংলাদেশি কর্মীদের মুক্তিতে আইনজীবী নিয়োগ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিবাদ জানিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এ কারণে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত। এবার তাদের মুক্তির বিষয়ে কাজ করতে আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১২ আগস্ট) মিশন চিফ মুহাম্মদ মিযানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আমিরাতের বাংলাদেশ অ্যাম্বাসি।

এর আগে, ফাউন্ডেশান ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় গত ১৯ জুলাই  জমায়েত করেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দাঙ্গা উসকে দেয়ার অভিযোগে তাদের একটি দলকে গ্রেফতার করা হয়।

পরে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন সাজা দেয় দেশটির আদালত। এছাড়া অবৈধভাবে সেদেশে প্রবেশ এবং ‘সমাবেশে’ অংশ নেয়ায় আদালত আরও ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেন। আদালত তাদের কারাবাসের মেয়াদ শেষে নির্বাসন এবং জব্দ করা সমস্ত ডিভাইস বাজেয়াপ্ত করারও আদেশ দেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!