সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন দশম-২০তম গ্রেডের এক দল কর্মচারী। বুধবার (১৪ আগস্ট) ‘বাংলাদেশ সচিবালয় বৈষম্যবিরোধী কর্মচারী সংগঠনের’ ব্যানারে দুপুর সাড়ে ১২টা থেকে সিনিয়র সচিবের দপ্তরের সামনে এসে বিক্ষোভ করেন তারা।
এ সময় কর্মচারী ৬ দফা দাবি তুলেন। দাবিগুলো হলো-
১. বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করে ‘উপ-সহকারী সচিব’ পদনাম দিতে হবে।
২. বিদ্যমান আইনানুযায়ী ৭ বছরে ফিডার হওয়ার সঙ্গে সঙ্গে পদোন্নতি দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। যা বিভিন্ন ক্যাডারে ইতোপূর্বে করা হয়েছে।
৩. ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘অতিরিক্ত উপ-সহকারী সচিব’ করতে হবে।
৪. ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘সাচিবিক সহায়ক’ করতে হবে।
৫. সচিবালয় ভাতা চালু করতে হবে (যা বিভিন্ন দপ্তরে/বিভাগে বিদ্যমান আছে)।
৬. বৈষম্যহীন নবম পে-স্কেল অতিসত্ত্বর বাস্তবায়ন করতে হবে। (সর্বশেষ পে-স্কেল ঘোষণা হয়েছিলো ২০১৫ সালে যা আজ প্রায় ১০ বছর অতিক্রম করছে)।
উল্লেখ্য যে, কর্মচারীদের স্বাধীন মতামত প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রদানে বাধা প্রদানের জন্য জারি করা ১৪৪ ধারা এবং আইসিটি আইন/সাইবার ক্রাইম আইন প্রত্যাহার করতে হবে।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :