বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপচার্য (ভিসি) ডা. দীন মোহাম্মদ নূরুল হক পদত্যাগ করেছেন। রোববার তিনি তার পদত্যাগ পত্র জমা দেন।
একইসাথে বিশ্ববিদ্যালয়ের দুই উপ–উপাচার্য (প্রো-ভিসি) এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টরও পদত্যাগ করেছেন। গত ১১ মার্চ বিএসএমএমইউ–এর উপাচার্য হিসেবে নিয়োগ পান ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগের প্রশাসনের অনেক কর্মকর্তাকেই বদলি করে। চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা অনেক কর্মকর্তার চুক্তি বাতিল করা হয়। পাশাপাশি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যত প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
সবশেষ শনিবার বাংলা একাডেমি-শিল্পকলা একাডেমিসহ ৫ প্রতিষ্ঠান প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
অন্যদিকে, আগামী দুই বছরের জন্য ৫ সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :