AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসির নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৪ পিএম, ২১ আগস্ট, ২০২৪
ইসির নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন

নির্বাচন কমিশনের (ইসি) নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ২১ আগস্ট বুধবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরসহ দুদফা দাবিতে কমিশনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে ইসির সামনে আইডিইএ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। ফলে এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য তারা এনআইডি সেবা বন্ধও করে দিয়েছেন তারা।

তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতাধীন কর্মীদের অবিলম্বে আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধেরও ঘোষণা দেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা।
ইসি সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের লোকবল ২ হাজার ২৬০ জন। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে থাকে ইসি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!