AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপপুর প্রকল্পে ৫০০ কোটি ডলার ঘুস দেওয়ার তথ্য গুজব -রাষ্ট্রদূত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০১ পিএম, ২৫ আগস্ট, ২০২৪
রূপপুর প্রকল্পে ৫০০ কোটি ডলার ঘুস দেওয়ার তথ্য গুজব -রাষ্ট্রদূত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫০০ কোটি ডলার ঘুস দেওয়ার তথ্য পুরোপুরি মিথ্যা ও গুজব বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের (৫৯ হাজার কোটি টাকা) বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক।

এ বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) আগে থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে। আমরা কি এতই ক্রেজি (পাগল) হয়ে গেছি একজনকে (শেখ হাসিনা) ৫০০ কোটি ডলার দেবো। একটা প্রকল্প শুরু হলো আর ৫০০ কোটি ডলার দিয়ে দিলাম! এটা রিউমার (গুজব) ও মিথ্যা।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!