কুমিল্লার তিতাসে লন্ডন ভিত্তিক বাংলাদেশী সমাজসেবা মূলক প্রতিষ্ঠান রেসকিউ এইড ট্রাষ্ট এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল এর সার্বিক সহযোগিতায় ও চ্যানেল এস মিডিয়ার সমর্থনে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া, খলিলাবাদ, নারান্দিয়া পূর্ব পাড়, পশ্চিম পাড় ও গৌমতী নদীর তীরবর্তী গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রায় ২০০ শত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপি`র যুগ্ম আহ্বায়ক ভিপি আক্তারুজ্জামান, গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, সদস্য আব্দুল বাতেন সরকার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, সহ-সভাপতি ফরিদ সরকার মেম্বার, নারান্দিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছবির হোসেন মেম্বার, সদস্য সচিব জসিম প্রধান, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মাস্টার, নারান্দিয়া ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মেম্বার, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রদলেরসহ সভাপতি মোঃ মহিউদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. দেলোয়ার হোসেন ও ছাত্রদলের সদস্য মো. ফয়সাল সরকার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :