ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিল দেখতে রাস্তায় বের হয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার রকিবুল সরদার (৩০)। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে তাকে হার মানতে হলো।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকিবুল সরদার।
নিহত রকিবুল কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামাইপুর গ্রামের কালু সরদারের মেজ ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রকিবুল সরদার ভাই-বোনের মধ্যে মেজ। অভাবের সংসারের হাল ধরতে ঢাকার উত্তর বাড্ডায় একটি দোকানে কাজ নেন। সেই রোজগারের টাকা দিয়ে বাবা-মা, ভাই-বোন ও স্ত্রীসহ পুরো পরিবার চলতো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :