সম্প্রতি বন্যাকবলিত ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী জেলার মানুষদের সহায়তায় ২৩ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স) মহুয়া মহসীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল হতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট ২০২৪ মাসের বেতন হতে এক দিনের মূল বেতনের সমপরিমাণ এক কোটি টাকা অর্থাৎ মোট ২৩ কোটি টাকা প্রদান করা হবে।
এছাড়া এ তহবিল থেকে `জুলাই বিপ্লবে` হতাহতদের সাহায্যে গঠিতব্য ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদ (বুধবার ২৮ আগস্ট) অনুষ্ঠিত ৪৩৬তম পর্ষদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একুশে সংবাদ/ব.জ./এন
আপনার মতামত লিখুন :