ডাক্তারদের শাট ডাউন তুলে নেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।
নুরজাহান বেগম বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এজন্য দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে।
এবার সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। শুরুতে চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়।
আজ রোববার ঢাকা মেডিকেলের চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালের রেজিস্ট্রার (নিউরো সার্জারি গ্রিন ইউনিট) আব্দুল আহাদ এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে বলেন, আমরা সারা দেশে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য ডাক্তাররা তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
একুশে সংবাদ/স.প/এন
আপনার মতামত লিখুন :