জুলাই বিপ্লব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুড়ী উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব সাইফুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জব্বার, উপজেলা ছাত্রদলের সদস্য ও সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন, সদস্য জাবেল খান, জাকারিয়া নিশাদ, জুয়েল আহমদ, দেওয়ান আরিয়ান, মাজারুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাইমুল ইসলাম ইমন, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আরমান রাব্বি নয়ন প্রমুখ।
ক্যাম্পেইনে ২৭৬ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :