AB Bank
ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানো উচিত: টিআইবি পরিচালক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানো উচিত: টিআইবি পরিচালক

দলীয় প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইনকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘তথ্য কমিশন এবং তথ্য অধিকার আইন বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে কিনা তা আমি নিশ্চত নই। যেভাবে কমিশন এতদিন চলেছে সেভাবে আর চলতে পারবে না এই নতুন বাংলাদেশে।’

তিনি আরও বলেন, ২০০৯ সালে যখন তথ্য অধিকার আইন প্রণীত হয়, তখন সেটাকে একটা অর্জন হিসেবেই গণ্য করা হচ্ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই অর্জন কেবলই কাগজে–কলমে, তার প্রাপ্তিটা সরাসরি পাওয়া যায়নি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক এস এম কামরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো নজরুল ইসলাম।

 

একুশে সংবাদ/এনএস
 

Link copied!