শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ শুক্রবার। এদিন রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতিবারের মতো এবারও থাকছে কুমারী পূজার আয়োজন।
আজ ভোরে ১৬টি উপকরণ দিয়ে মহাষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পাঁচ উপকরণে হবে কুমারী মায়ের পূজা।
সকাল থেকেই মণ্ডপগুলোতে রয়েছে ভক্তদের ভিড়। পূজা-অর্চনা, প্রার্থনায় সময় পার করছেন তাঁরা।
আজ সারা দেশের বিভিন্ন মন্দিরে দিনভর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। আগামীকাল শনিবার মহানবমী ও দশমীবিহিত পূজায় শেষ হবে দেবী বিসর্জন।
শাস্ত্রমতে, এবার দেবীর আগমন ঘটছে দোলায়, ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। এ বছর সারা দেশের প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত বুধবার শুরু হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। গতকাল বৃহস্পতিবার পূজা-অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদযাপন করা হয়।
১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :