AB Bank
ঢাকা সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে- মুহাম্মদ ফাওজুল কবির খান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৭ পিএম, ১৫ অক্টোবর, ২০২৪
সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে- মুহাম্মদ ফাওজুল কবির খান

সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহবান জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খেটে খাওয়া, পরিশ্রমী এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে অতিদ্রুত এবং কম খরচে পুনরায়
যাত্রীসেবা চালু করতে সক্ষম হয়েছে। এসময় সড়ক উপদেষ্টা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন কম সময়ের মধ্যে চালু করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)-এর সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা আরো বলেন, এ সরকার সাধারণ জনগণের দোরগোড়ায় প্রকৃত সেবা পৌঁছে দিতে সকল প্রকল্প কম খরচে, কম সময়ে এবং অপচয় হ্রাস করে সমাপ্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন অতিদ্রুত
পুনরায় চালু হওয়া সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসান সহ
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!