তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মিডিয়া পল্লীর নামে ২৪টি প্লট বরাদ্দ বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এসংক্রান্ত রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
আদালতে প্লট মালিকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। সুয়োমোট রুলের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ২৪ টি প্লট বরাদ্দ দেয়া হয়। এই প্লট বরাদ্দ নিয়ে ২০১০ সালে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে হাইকোর্টের তৎকালীন বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ প্লট বরাদ্দ প্রশ্নে ২০১২ সালে রুল জারি করেন। সে রুল নিষ্পত্তি করে রায় দিলেন হাইকোর্ট।
একুশে সংবাদ/আই/ট/এন
আপনার মতামত লিখুন :