AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৫ এএম, ১ নভেম্বর, ২০২৪
সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানী ঢাকার মিরপুর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।  

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার (১ নভেম্বর) আদালতে সোপর্দ করে তার রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১১ সালে উপনির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার এবং চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে টানা চতুর্থবার জয়ী হন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দশম জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্রিক সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি এবং একাদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন উবায়দুল মোকতাদির চৌধুরী। এরপর ১৯৮৬ সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার একান্ত-সহকারী সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হন। আর বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!