AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৮ পিএম, ৩ নভেম্বর, ২০২৪
আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (৩ নভেম্ববর) সকাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। যমুনা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল না করায় আরিচা ও কাজিরহাট ঘাটে প্রায় সহাস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, গত কয়েক দিন ধরে নৌপথে ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। মাঝে মধ্যে ডুবোচরে আটকে যাচ্ছে ফেরিগুলো। নাব্য সংকট প্রকট আকার ধারণ করায় ফেরিগুলো হাফলোড নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিল। 

পানি ক্রমাগত হ্রাসের কারণে নৌচ্যানেলটি আরও সংকীর্ণ হয়ে পড়েছে, যা ফেরি চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ অবস্থায় শুক্রবার রাতে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে সহস্রাধিক পণ্যবাহী বিভিন্ন ধরনের ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে।

এদিকে যমুনা নদীর নাব্য রক্ষার্থে বিআইডব্লিউটির ড্রেজিং ইউনিট অব্যাহত ভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রোববার সকাল থেকে আরিচা-কাজিরহাট রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানান ফেরি সেক্টরের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!