-: আজ আর আমার কোন পিছুটান নেই :-
আ শ রা ফু ল ই স লা ম
====================
আজ আর আমার কোন পিছুটান নেই
নেই সমাজ সংসারে কারো কোন দাবি কোনখানে
আজ যেন আমি মুক্ত স্বাধীন
পতাকা উড়ানো যানে।
আজ আর আমার মাথার ওপর
কোন ছাদ নেই
নেই ফুল ফল পাখি ডাকা সেই ভোর
নেই আলতো আবেশে ঘুম ভাঙানো
মায়াবী হাতখানি তোর।
আজ আর আমার কোন স্বজন নেই
নেই কোন স্মৃতি, নেই স্বপ্ন কল্পনা বিভোর
নেই তারা ভরা আকাশ, পূর্ণিমার চাঁদ
নেই কারো অপেক্ষার প্রহর।
অথচ একদা আমার সব ছিলো
হাট ছিলো, মাঠ ছিলো চেনা-জানা পথ ছিলো
ছিলো দিনশেষে নোঙরের তাগিদ ঘাটে
আজ আমার আর কিছুই নেই; নেই আফসোস তাতে
হয়তো এমনই লেখা ছিল আমার এ ললাটে।
বাড্ডা, ঢাকা: ৫ নভেম্বর-২৩ ইং।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :