ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তোফাজ্জল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
নিহত তোফাজ্জল হোসেন রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে।
নিহতের ভাই মো. সাইফ উদ্দিন জানান, দুর্ঘটনায় গুরুতর অবস্থায় লাইফসাপোর্টে ছিল তোফাজ্জল। বুধবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে এলপিজি ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। এরপর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে দুজন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :