রাজধানীর মিরপুরের ১০ নম্বরের ‘রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল’ হোটেলের একটি কক্ষ থেকে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা। শুক্রবার দিবাগত রাত ৪টা নাগাদ অচেতন অবস্থায় আকবর আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আকবর আলী মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের আমির উদ্দিন মন্ডলের ছেলে।
ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তারইভটিজিংয়ের অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার
নিহতের বন্ধু ফারজু মন্ডল বলেন, ‘গত শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসি। গতকাল সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে আমরা রাতে ছিলাম। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাঁকে মিরপুর ২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বন্ধু আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোর ৪টার দিকে ওই ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :