AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারিগরি শিক্ষা মানবসম্পদ উন্নয়নে অপরিহার্য: হাসান আরিফ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৩ পিএম, ১০ নভেম্বর, ২০২৪
কারিগরি শিক্ষা মানবসম্পদ উন্নয়নে অপরিহার্য: হাসান আরিফ

বাংলাদেশে কারিগরি শিক্ষা মানবসম্পদ উন্নয়নের জন্য অপরিহার্য বলে জানিয়েছেন স্থনীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) গণপ্রকৌশল দিবস-২০২৪ ও আইডিইবি‍‍`র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষা মানবসম্পদ উন্নয়নের জন্য অপরিহার্য ভূমিকা রাখে। এই কারিগরিতে দক্ষতা অর্জন করা খুবই প্রয়োজন। দেশের বাইরে আমাদের যারা কাজ করতে যাচ্ছেন, তাদের বেশিরভাগ হচ্ছে অদক্ষ। কিন্তু সেখানে যারা কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য সুযোগ থাকে। এটি শুধু একজনের ব্যক্তিগত লাভ লোকসানের ব্যাপার নয়, এটি জাতীয় পর্যায়ে বাংলাদেশের জন্য একটি উন্নয়নের বিষয়। যে মন্ত্রণালয়গুলো বিদেশে মানবসম্পদের ব্যাপারে দেখাশোনা করেন তারও এই ব্যাপারে একটু চিন্তা করার অনুরোধ করেন।

আইডিইবি‍‍`র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে এবং আইডিইবি‍‍`র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আইডিইবি‍‍`র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী গিয়াসউদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন সহ আরও অনেক প্রকৌশলী।

এসময় আইডিইবি‍‍`র পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শাহাদাতবরণ করা নয়টি পরিবারকে এক লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করেন। যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে স্থনীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি এসময় আইডিইবি‍‍`র সামনে থেকে কাকরাইল মোড়, মৎস্য ভবন, নাইটেঙ্গেল মোড় হয়ে আবারও আইডিইবি‍‍`র সামনে এসে শেষ হয়। এ সময় হাজার হাজার ডিপ্লোমা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এনএস

Link copied!