AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহরুখ খানকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৩৯ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
শাহরুখ খানকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

বাবা সিদ্দিকির খুনের পর থেকেই একের পর এক হত্যার হুমকি দেওয়া হচ্ছে সালমান খানকে। বলিউডের ভাইজানের পর হত্যার হুমকি দেওয়া হয় বলিউড বাদশা শাহরুখ খানকে। অবশেষে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ছত্তিশগড়ের সেই আইনজীবী, যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে পুলিশের ডাকে হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

এবার বলিউড বাদশাহকে হুমকি দেয়া সেই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশকে বোকা বানাচ্ছিলেন আইনজীবী। মঙ্গলবার (১২ নভেম্বর) ছত্তীসগড়ে নিজ বাড়ি থেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

শাহরুখ খানকে হুমকিদাতা আইনজীবীর নাম মুহাম্মদ ফইজান খান। তিনি ছত্তীসগড়ের রায়পুরের বাসিন্দা। কিছুদিন আগেই মুম্বাই পুলিশকে একটি হুমকি বার্তা দিয়েছিলেন তিনি। তাতে জানিয়েছিলেন, ৫০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে শাহরুখ খানকে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ফোন নম্বর ট্রেস করে ফইজান খানের খোঁজ পায়। ওই সময় মুম্বাই পুলিশকে তিনি জানিয়েছিলেন, তার ফোন চুরি হয়ে গেছে। আর মিথ্যা বলে গত ২ নভেম্বর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন।


মুম্বাই পুলিশ তদন্তের স্বার্থে হাজিরা দিতে বলেছিল ওই আইনজীবীকে। কিন্তু হাজিরা না দেয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংহিতার ৩০৮(৪) ধারা (খুনের হুমকি দিয়ে টাকা দাবি) এবং ৩৫১(৩)(৪) (অপরাধমূলক উদ্দেশ্য)-এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বলিউড তারকাকে খুনের হুমকি দেয়ার পরই ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরিতে নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে তার সঙ্গে সবসময় ৬ জন সশস্ত্র পুলিশ থাকেন। এর আগে থাকতেন দু’জন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!