AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাত ১০টার মধ্যে ৪ উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম আন্দোলনে আহতদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৮ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
রাত ১০টার মধ্যে ৪ উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম আন্দোলনে আহতদের

রাত ১০টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যুব উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও স্বজনদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দাবি-দাওয়া শুনতে রাত ১০টার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আসার দাবি জানানো হয়েছে।

সর্বশেষ বুধবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৯টা পর্যন্ত আহতরা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। এদের কেউ আছেন হুইল চেয়ারে, আবার কেউ ভাঙা পা নিয়েই সড়কে বসে আছেন। উপদেষ্টারা না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।  

এদিকে সড়কে অবস্থান নেয়া আহতদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বৈষম্যবিবরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। কিন্তু আজও আহতদের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া সরকারের বড় ব্যর্থতা। 

এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহদি মুগ্ধের ভাই স্নিগ্ধও এ সময় হাসনাতের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি, আহতদের চিকিৎসা খরচ নিশ্চিতের পাশাপাশি হাসপাতালে থাকা আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিতে ফাউন্ডেশন কাজ করছে বলে জানান। 
 

একুশে সংবাদ/এনএস

Link copied!