সাকিব আল হাসানের দেশে আসা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ সিরিজের দলেও ছিলেন না তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল এই অলরাউন্ডারের।
এদিকে আর মাত্র ৪ দিন পর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) ১১তম আসর। এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কিনা তাও জানা যায়নি। তবে সাকিবের দেশের হয়ে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে মানছেন খালেদ মাহমুদ।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকার হেড কোচ।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না সাকিব। যার ফলে বিপিএল ও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দেশসেরা এই ক্রিকেটারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
দেশের হয়ে সাকিবের খেলতে না পারা নিয়ে সুজন বলেন, সাকিব বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা।
সাকিবের ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারকে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের থেকে বড় করে দেখাকে হতাশার বলে মনে করছেন সুজন। তার ভাষ্য, সে রাজনীতিতে যুক্ত হয়েছে। কতটুকু অপরাধ করেছে জানিনা। কিন্তু আমরা তার ৭ মাসের রাজনীতিকে ১৭ বছরের ক্যারিয়ারের থেকে বড় করে দেখা হচ্ছে, এটা হতাশার।
তিনি আরও বলেন, সাকিবের দলে না থাকা তরুণদের জন্য ধাক্কা। সে দলে থাকলে সবাই উদ্বজীবিত হয়।
উল্লেখ্য, এবারের বিপিএলে চিটাগং কিংসে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। গত আসরে রংপুরের হয়ে খেলেছিলেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :