দলমত নির্বিশেষে গড়ে ওঠা গণঐক্যে ফাটল ধরা শুরু হয়েছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে এক আলোচনা সভায় নুর এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘একদিকে আওয়ামী লীগের চোরাগোপ্তারা মিছিল করছে। অন্যদিকে দলমত নির্বিশেষে যে গণঐক্য গড়ে হয়েছিল, তা ফাটল ধরা শুরু হয়েছে। এ অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
নুর বলেন, ‘আমাদের রাজনীতি সংস্কার করতে হবে। কারণ রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাদের রাজনীতি যদি পরিবর্তন না হয়, তাহলে কিছুই হবে না। দুর্বৃত্তায়নের রাজনীতি বর্জন করতে না পারলে দেশ গঠন হবে না।’
তিনি বলেন, জনগণকে বাইরে রেখে আওয়ামী লীগ গত ৩টি নির্বাচন করেছে। এবার সংখ্যানুপাতিক নির্বাচন করতে হবে। যে যত বেশি ভোট পাবে, সেই ক্ষমতায় আসবে। রাষ্ট্র পরিচালনা করবে আম জনতা।
‘আমরা এই সরকারের মন্ত্রিসভার অংশিদার নই। এই সরকার আমাদের রক্তের ত্যাগে গঠন হয়েছে। তারা যদি আমাদের কথা না শুনে আমরা তাদের সমালোচনা করবোই’, যোগ করেন নুর।
কেন এই তিন মাসেও আহত ভাই-বোনদের রাস্তায় নেমে আসতে হয়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, নিহত প্রত্যেক পরিবারকে এক কোটি করে টাকা দেয়া উচিত। যারা শহীদ হয়েছেন তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। অথচ এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করছে। বড় নেতা মারা যাননি, মারা গেছেন নিম্নবিত্ত পরিবারের মানুষ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :