টঙ্গীর বিশ্ব ইজতেমায় মাওলানা মোহাম্মদ সাদ কান্ধালভিকে আসার অনুমতি দিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মরকলিপি জমা দিয়েছেন তাঁর অনুসারীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার আশ্বাস পেয়ে কাকরাইল মোড় থেকে সরে যান তাঁরা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,তাঁদের স্মারক লিপি প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে। তিনি যে সিদ্ধান্ত নিবেন তা জানিয়ে দেওয়া হবে।
কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মনসুর বলেন, একটি স্বার্থান্বেষী মহল মাওলানা সাদের নামের অপবাদ দিয়েছেন। আগের সরকারের থেকে আমরা নির্যাতিত হয়েছি।
এর আগে সকালে কাকরাইল মোড়ে অবস্থান নেয় সাদপন্থীরা। পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা হন তাঁরা। এসময় পুলিশি বাধার মুখে পড়ে রমনায় সড়কের ওপর অবস্থান নেন সাদপন্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :