নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন সংস্কার কমিশন।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন সংস্কার কমিশন। তারই অংশ হিসেবে আজ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসেছে সংস্কার কমিশন।
এর আগে সাবেক নির্বাচন কমিশনার, সিনিয়র সাংবাদিক, ইসি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন।
এদিকে, আজ শপথ শেষে নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে নতুন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :