AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হল শেখ মুজিবের ছবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪০ পিএম, ২৪ নভেম্বর, ২০২৪
নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হল শেখ মুজিবের ছবি

নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের আনুষ্ঠানিক প্রথম ব্রিফিংয়ে আসার আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার। এরপর তারা নির্বাচন কমিশনে যান।

ইসির সম্মেলন কক্ষ থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি

বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিংয়ে দেরি হয়।

বিকেল ৪টার দিকে কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে দীর্ঘদিন ধরে দেয়ালে টানানো শেখ মুজিবের ছবিটি খুলে ফেলেন। পরে সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

বিষয়টি নিয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কর্মচারীরাও কোনো কথা বলেননি।

নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হল শেখ মুজিবের ছবি

গত ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়। রোববার তারা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। আগামী পাঁচ বছর এই কমিশন দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!