AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৫:০৮ পিএম, ২৬ নভেম্বর, ২০২৪
রাজশাহীতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহীতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা। মঙ্গলবার বিকেলে নগরীর আলু পট্টি মোড়ে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট রাজশাহীর ব্যাপারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে তাঁর অনুসারীরা বিকেলে আলু পট্টি মোড়ে জড়ো হয়ে চিম্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নানান স্লোগান দিতে থাকেন । এসময় তাঁরা শাহবাগে শ্রীকুশল বরণ চক্রবর্তীসহ সাধারন সনাতনী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। 

এসময় বিক্ষোভকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে কেনো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের আট দফা মেনে নেওয়া হবে না কেনো । কেনো চিম্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তার করা হলো। এসব প্রশ্নের উত্তর আমাদের কে দিবে? আমাদের সাথে প্রতিনিয়ত বৈষম্য করা হয়। আমরা সুন্দর ভাবে চা

তাঁরা আরও বলেন, আমাদেরকে আওয়ামী লীগের ভোটব্যাংক বলা হয়। আমাদের ‍‍`র‍‍`এর এজেন্ট বলা হয়, ভারতের দালাল বলা হয়। আমরা তো বাংলাদেশের নাগরিক। আমাদের জাতীয় পরিচয়পত্র আছে এরপরও আমাদের একটা গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। আমরা এসব শুনতে চাই না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি । 

উপস্থিত নেতাকর্মীরা বলেন, যদি আমাদের দাবি মেনে নিয়ে চিম্ময় কৃষ্ণ প্রভূকে মুক্তি না দেওয়া হয় তাহলে আগামীতে আমরা আরও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো। এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাশকে আটক করে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন ।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!