পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন করে তদন্ত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভোথিয়েটার দুর্নীতি মামলারও।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, ৮ প্রকল্পে শেখ হাসিনার ২১ হাজার কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার সচিব বরাবর চিঠি দেওয়া হয়েছে।
দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছেন। ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ প্রকল্পে প্রায় ১২০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক নিয়োগের মাধ্যমে এ টাকা লোপাট করা হয়। ওই ঘটনায় হওয়া তিনটি মামলাতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। কিন্তু পরে অব্যাহতি পান সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দেওয়া হয়েছে।
গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যর একটি দল গঠন করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :