AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওয়াপাড়া পৌর সভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা


নওয়াপাড়া পৌর সভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার  নওয়ায়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশ (৪৮) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

স্থানীয়রা জানান, ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে তাকে নওয়াপাড়া  মডেল কলেজের পাশে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।  

খোঁজাখুজির পরে রাত ৯ টার দিকে   নওয়াপাড়া আয়কর অফিসের পিছন থেকে মারাত্মক আহত অবস্থায়  উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরে অনেক গুলো আঘাতের চিহ্ন ছিলো। 

স্থানীয়রা পলাশ  হত্যার অভিযোগে রইচ উদ্দীন নামে এক ব‍্যাক্তিকে  গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। 

নিহত পলাশের পিতা একই ওয়ার্ডের সাবেক কমিশনার ইব্রাহিম সর্দারও সন্ত্রাসীদের খুনের শিকার হন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমাদুল করিম জানান,  এখনো কেউ অভিযোগ না করায় মামলা দায়ের করা হয়নি, কেউ অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। এ পর্যন্ত এক জনকে আটক করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!