AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোনো দলের স্বার্থে পররাষ্ট্রনীতি নয়: মাহফুজ আলম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১০ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
কোনো দলের স্বার্থে পররাষ্ট্রনীতি নয়: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক কোনো দলের স্বার্থে নয়। সরকার বদল হলেও যেন পররাষ্ট্র নীতিতে জাতীয় স্বার্থ অক্ষুন্ন থাকে, সে বিষয়ে কথা হয়েছে।’

আজ রোববার ঢাকায় ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় কর্মরত কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র নীতি বিষয়ে এক অনুষ্ঠানের পর তিনি এ মন্তব্য করেন।

দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের অখণ্ডতা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

এসময় দেশের স্বার্থরক্ষা করে সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় সরকার জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গত সরকারের পররাষ্ট্র নীতি নতজানু ছিল।’

মাহফুজ আলম বলেন, সরকার বদলালে যাতে পররাষ্ট্র নীতি বদলাতে না হয়, সে বিষয়টি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পররাষ্ট্র নীতির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সব রাষ্ট্রের সাথে ভাল সম্পর্ক থাকুক, কোন হঠকারিতা চাই না। বর্তমান সরকারও হঠকারি কোনো কিছু করে থাকলে তা সংশোধন করা হবে।’

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!