AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছয় সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪০ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
ছয় সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত প্রথম ধাপের ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। অন্যদিকে, বিচার বিভাগ সংস্কার কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল গত ৩ অক্টোবর। এই পাঁচ কমিশনকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯০ দিনের সময় নির্ধারণ করা হয়েছিল, যা অনুযায়ী ২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

এছাড়া সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল গত ৬ অক্টোবর। নির্ধারিত সময় অনুযায়ী, ৫ জানুয়ারির মধ্যে এ কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

এর আগে, গত ৪ নভেম্বর, প্রথম ধাপের ছয়টি কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

কমিশনগুলো জানিয়েছে, তারা সংশ্লিষ্ট বিষয়ে মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইট চালু করেছে। এছাড়া অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ এবং লিখিতভাবে মতামত গ্রহণ করেছে। প্রাপ্ত প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে সুপারিশমালা প্রস্তুতের কাজ চলছে, এবং এ বিষয়ে প্রতিবেদন তৈরির প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পেয়েছে।

Link copied!