AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা এখনও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের কোনও প্রতিক্রিয়া পায়নি: পররাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৩ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা এখনও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের কোনও প্রতিক্রিয়া পায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ক এখনো ভারতের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে বর্তমানে ভারতের পক্ষ থেকে নতুন করে কোনো মন্তব্য করা হয়নি।

গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান এবং সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা এবং গণহত্যার মামলা রয়েছে। এসব মামলার বিচার প্রক্রিয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে গত ২৩ ডিসেম্বর দিল্লিকে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা।

বাংলাদেশ সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে রনধীর জয়সওয়াল মন্তব্য করেন। তার মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার নিশ্চিত করেছে যে, সবাই যেন ভয়ভীতি ছাড়া কথা বলতে পারে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!