জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদালতে খালেদা জিয়ার পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন।
এদিকে, দুদকের পক্ষে আদালতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
গতকাল, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় তার আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন, হাইকোর্টের দেওয়া সাজায় আইনের মারাত্মক ব্যত্যয় ঘটেছে। তারা আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে, সেটি প্রকৃতপক্ষে সুরক্ষিত রয়েছে এবং সেই একাউন্টে এটি অবশিষ্ট আছে। একই সঙ্গে, তারা দাবি করেন যে, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে এই রায় দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :