বুধবার (৮ জানুয়ারি) একুশে সংবাদের আজকের সেরা পাঁচ নিউজে পাবেন সারাদিনে সব খবর। চোঁখ রাখুন আমাদের পেইজে।
১। লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার (৮ জানুয়ারি) লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছান। দুপুর পৌনে ৫টার দিকে তারেক রহমান নিজের গাড়ি চালিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালটিতে নিয়ে যান।
২। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা এ তথ্য জানান।
৩। পিএসসির নতুন সদস্যদের শপথ সমালোচনার মুখে স্থগিত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পিএসসির চিঠিতে বলা হয়েছে, চলমান নিয়োগ পরীক্ষার জরুরি কাজের কারণে নবনিযুক্ত সদস্যদের শপথ গ্রহণের নির্ধারিত তারিখ ৯ জানুয়ারি ২০২৫ স্থগিত করা হলো।
৪। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বুধবার দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
হিন্দুস্তান টাইমস জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
৫। যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এয়ারলাইনস জেটব্লু একটি উড়োজাহাজের চাকার খোপে দুইটি মরদেহ পাওয়ার ঘটনা ঘটেছে ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে। উড়োজাহাজটি ৬ জানুয়ারি স্থানীয় সময় রাতে বিমানবন্দরে অবতরণ করার পর নিয়মিত পরীক্ষার সময় কর্মীরা এর চাকার খোপের মধ্যে দুটি মরদেহ দেখতে পান।
জেটব্লু কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয় যে মরদেহ দুটি বিমানের অবতরণের পর পর্যবেক্ষণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :